প্রশ্ন: বাংলাদেশে সাক্ষরতার হার কত?
উত্তর: ৭৪.৮০% (জনশুমারি ২০২২)।
প্রশ্ন: শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে অবদানের জন্য সরকারি সর্বোচ্চ স্বীকৃতি কি?
উত্তর: জাতীয় অধ্যাপক।
প্রশ্ন: একজন ব্যক্তিকে কত সময়ের জন্য 'জাতীয় অধ্যাপক' পদে নিযুক্তি দেয়া হয়?
উত্তর: ৫ বছর।
প্রশ্ন: কবে প্রথম 'জাতীয় অধ্যাপক' নিয়োগ করা হয়?
উত্তর: ১৭ মার্চ ১৯৭৫।
প্রশ্ন: 'জাতীয় অধ্যাপক নির্ধারণ কমিটি'র সভাপতি কে?
উত্তর: শিক্ষামন্ত্রী।
প্রশ্ন: 'জাতীয় অধ্যাপক' হিসেবে কে, কে প্রথম নিয়োগপ্রাপ্ত হন?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন, প্রফেসর আবদুর রাজ্জাক ও ড. কাজী মোতাহার হোসেন।
প্রশ্ন: প্রথম নারী জাতীয় অধ্যাপক কে?
উত্তর: অধ্যাপিকা সুফিয়া আহমেদ।
প্রশ্ন: 'জাতীয় অধ্যাপক' নিয়োগ দেন কে?
উত্তর: রাষ্ট্রপতি।
প্রশ্ন: দেশে শিক্ষা বোর্ডের সংখ্যা কতটি?
উত্তর: ১১টি।
প্রশ্ন: ব্যানবেইস-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৭৭ সালে।
প্রশ্ন: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Primary and Mass Education.
প্রশ্ন: NCTB-এরপূর্ণ রূপ কি?
উত্তর: National Curriculum and Textbook Board.
প্রশ্ন: বাংলাদেশের শিক্ষা বিভাগের প্রশিক্ষণের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: নায়েম (NAEM) |
প্রশ্ন: বাংলাদেশের শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত?
উত্তর: ব্যানবেইস (BANBEIS)।
প্রশ্ন: জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (NACTAR) কোথায় অবস্থিত?
উত্তর: বগুড়া।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
উত্তর: জাতীয় শিক্ষা কমিশন।
প্রশ্ন: জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?
উত্তর: ২৬ জুলাই ১৯৭২।
প্রশ্ন: জাতীয় শিক্ষা কমিশন অন্য কি নামে পরিচিত?
উত্তর: কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের প্রধান ছিলেন কে?
উত্তর: ড. মুহাম্মদ কুদরত-ই-খুদা।
প্রশ্ন: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭২।
প্রশ্ন: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদর দপ্তর কোথায়?
উত্তর: আগারগাঁও, ঢাকা।
প্রশ্ন: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
উত্তর: প্রফেসর মুজাফ্ফর আহমদ চৌধুরী।
প্রশ্ন: শিক্ষা মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তর: Ministry of Education.
প্রশ্ন: পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (DIA)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১ অক্টোবর ১৯৮০।
প্রশ্ন: NTRCA-এর পূর্ণরূপ কি?
উত্তর: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কর্মকর্তার পদবি কি?
উত্তর: মহাপরিচালক।
প্রশ্ন: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৭৮ সালে।
প্রশ্ন: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: মার্চ ২০০৫।
প্রশ্ন: শিক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭২ সালে।
প্রশ্ন: জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (NAEM) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫৯ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কবে?
উত্তর: ১৯৭৪ সালে।
প্রশ্ন: বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
উত্তর: ১ জানুয়ারি ১৯৯২।
প্রশ্ন: দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে কবে?
উত্তর: ১ জানুয়ারি ১৯৯৩।
প্রশ্ন: কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে?
উত্তর: কুন্দরাত-এ-খুদা কমিশন, ১৯৭৪।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা (বাধ্যতাকরণ) আইন কোন সালে পাস হয়?
উত্তর: ১৯৯০ সালে।
প্রশ্ন: বাংলাদেশে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: ৬-১০+ বছর।
প্রশ্ন: বাংলাদেশে প্রাক-প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: ৩-৫+ বছর।
প্রশ্ন: বয়স্ক শিক্ষাকে মূলত কি শিক্ষা নামে আখ্যায়িত করা হয়েছে?
উত্তর: উপ-আনুষ্ঠানিক শিক্ষা।
প্রশ্ন: কখন থেকে সরকারিভাবে দেশে পূর্ণাঙ্গ গণশিক্ষা কার্যক্রম চালু করা হয়?
উত্তর: ১৯৮৭ সাল থেকে।
প্রশ্ন: 'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
উত্তর: জার্মান।
প্রশ্ন: PTI'র পূর্ণরূপ কী?
উত্তর: Primary Teachers Training Institute।
প্রশ্ন: দেশের একমাত্র বেসরকারি PTI কোথায় অবস্থিত?
উত্তর: ময়মনসিংহ।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করা হয় কবে?
উত্তর: ২৮ সেপ্টেম্বর ২০০২।
প্রশ্ন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ পরিচালনায় নিয়োজিত প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট।
প্রশ্ন: মাধ্যমিক শিক্ষার ধাপ কয়টি?
উত্তর: ৩টি (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক)।
প্রশ্ন: নিম্ন মাধ্যমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: ১১-১৩+ বছর (ষষ্ঠ-অষ্টম শ্রেণি)।
প্রশ্ন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: যথাক্রমে ১১-১৭+ বছর ও ১৬-১৭+ বছর।
প্রশ্ন: দশম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ ও উপবৃত্তি প্রদানের ঘোষণা করা হয় কবে?
উত্তর: ১৮ জুন ১৯৯৪।
প্রশ্ন: উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প চালু হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০০২।
প্রশ্ন: কবে থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রদের জন্য কৃষিবিজ্ঞান বাধ্যতামূলক করা হয়?
উত্তর: ১৯৯৪ সাল থেকে।
প্রশ্ন: এইচএসসি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে?
উত্তর: ২০০৩ সালে।
প্রশ্ন: মাদ্রাসা বা ইসলাম ধর্মীয় শিক্ষার ধাপ কতটি?
উত্তর: ৫টি (এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল ও কামিল)।
প্রশ্ন: বালিকাদের জন্য ক্যাডেট কলেজ কয়টি ও কোথায় অবস্থিত?
উত্তর: ৩টি (ময়মনসিংহ, ফেনী ও জয়পুরহাট)।
প্রশ্ন: এসএসসি ও দাখিল পর্যায়ে পরীক্ষায় প্রথম গ্রেডিং পদ্ধতি চালু করা হয় কবে?
উত্তর: ২০০১ সালে।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম গার্লস ক্যাডেট কলেজের নাম কি?
উত্তর: ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ।
প্রশ্ন: ফাযিল ও কামিল পরীক্ষা অনুষ্ঠিত হয় কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে?
উত্তর: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন: JDC-এর পূর্ণরূপ কি?
উত্তর: Junior Dakhil Certificate.
প্রশ্ন: প্রথম জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ২০১০ সালে।
প্রশ্ন: দাখিল স্তরকে কবে এসএসসির সমমান করা হয়?
উত্তর: ১৯৮৫ সালে।
প্রশ্ন: আলিম স্তরকে কবে এইচএসসির সমমান করা হয়?
উত্তর: ১৯৮৭ সালে।
প্রশ্ন: 'বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা কমিশন' গঠন করা হয় কবে?
উত্তর: ১৫ এপ্রিল ২০১২।
প্রশ্ন: JSC-এর পূর্ণরূপ কি?
উত্তর: Junior School Certificate.
প্রশ্ন: বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে।
প্রশ্ন: প্রথম জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে?
উত্তর: ২০১০ সালে।